শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

মোল্লাহাটে শিকারির ফাঁদ থেকে ১২০০ পাখি উদ্ধার 

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি 

মোল্লাহাটে শিকারির ফাঁদ থেকে ১২০০ পাখি উদ্ধার 

বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে শিকারির ফাঁদে আটকে থাকা প্রায় ১২শ ঝুট শালিক পাখি উদ্ধার করে আকাশে অবমুক্ত করেছে এছাড়া পাখি শিকারের জালসহ নানা সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়ছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট গ্রামে বিলের মধ্যে ভ্রাম্যমাণ আদালত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে, এ সময় বৈষম্যবিরোধী ছাত্ররাও এ অভিযানে সহযোগিতা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী জানান, শীতের মৌসুমে ঘের-বিলে পাখির কোলাহল বেড়ে যায় আর এই সুযোগে একশ্রেণির লোভী পাখি শিকারিরা বিভিন্ন ধরনের ফাঁদ পেতে পাখি শিকারে মেতে ওঠে। 

গোপন সংবাদের ভিত্তিতে পাখি শিকারের তথ্য পেয়ে আমরা একটি অভিযান পরিচালনা করি, অভিযান পরিচালনা কালে ঘেরের মধ্যে প্রায় ১২শ পাখি জাল দিয়ে আটকানো অবস্থায় পাই। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যায়।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। 

ঝুট শালিক একটি বিরল পাখি, দিন দিন এ পাখির সংখ্যা কমে যাচ্ছে, এভাবে চলতে থাকলে আগামীতে এই পাখির অস্তিত্ব সংকটে পড়বে। আজ আমাদের পৌঁছাতে দেরি হলে পাখিগুলো পাচার হয়ে যেতে। তিনি আরও বলেন, পাখি শিকারের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে নিয়মিত মামলা রুজু হবে এবং এদের ধরার অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ